![]() |
| বাংলাদেশের জনপ্রিয় ৪ সিম কোম্পানি: গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক |
২০২৬ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন একটি নিয়ম কার্যকর করতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ৫টি সিম কেনা যাবে।
এছাড়া যেসব গ্রাহকের নামে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১০টির বেশি সিম বর্তমানে সক্রিয় রয়েছে, সেগুলোর অতিরিক্ত অংশ পর্যায়ক্রমে নিষ্ক্রিয় করার নির্দেশ দেওয়া হবে।বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী এক টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি আরও জানান, বর্তমানে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১০টির বেশি সিম রয়েছে—এমন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৯০ লক্ষ। সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের সঙ্গে সমন্বয় করে এসব অতিরিক্ত সিম বন্ধ করা হবে।
Read More:
- How to download primary assistant teacher Admit Card?
- Grameenphone and Robi begin offering 5G internet
- Starlink is now in Bangladesh! How much does it cost?
- Xiaomi 17 Ultra has been launched now. The new camera superhouse?
এদিকে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিটিআরসি নতুন আইওটি (IoT) সিম নিয়েও কাজ করছে, যা শিগগিরই বাজারে আসতে পারে। এসব সিম মূলত ডাটা-নির্ভর হবে এবং ভয়েস কল সুবিধা থাকবে না। ব্যক্তিগত এনআইডি ব্যবহারের পরিবর্তে এগুলো সাধারণত প্রতিষ্ঠান বা সেবাভিত্তিক নিবন্ধনের আওতায় ব্যবহৃত হবে।
