২ টি সহজ ধাপে কাটুন বিপিএল ২০২৬ টিকিট!

অ্যাপের মাধ্যমে বিপিএল ২০২৬ টিকেট কাটতে হলে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে Go BCB Ticket অ্যাপটি ইনস্টল করে নিতে হবে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ একটি ইলাস্ট্রেশন
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) একটি ইলাস্ট্রেশন - Image by Behance


জাঁকজমক আয়োজনের মধ্যে দিয়ে গত ২৬ ডিসেম্বর শুক্রবার থেকে বিপিএল - বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৬ সিজন শুরু হয়ে গেলো। যেখানে সিলেট টাইটানস বিপক্ষে বড় ব্যবধানে রাজশাহী ওয়ারিয়র্স বিজয় নিয়ে এই আসরটি শুরু করেছে। তবে উদ্বেগ এর কারণ ছিল টিকিট কাটা নিয়ে। 

বিসিবি ঘোষণা দেয় এই সিজনের সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সব ম্যাচের টিকিট কোনো ফিজিক্যাল কাউন্টার ছাড়া শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হবে। যার ফলশ্রুতিতে অনেকে সঠিক নিয়ম না জানার কারণে প্রথমবার অনলাইনে টিকিট কাটতে গিয়ে বিপাকে পড়েছেন। আবার কেউ কেউ টিকিট কাটতে গিয়ে পান নি কারণ বিপুল আগ্রহের কারণে নির্ধারিত সময়ের আগে সবগুলি টিকিট বিক্রি হয়ে যায়। এখন আপনি যদি সামনের ম্যাচ দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে জেনে নিন কিভাবে সহজে সঠিক নিয়মে বিপিএল এর টিকিট কাটবেন। 

ওয়েবসাইট এর মাধ্যমে

  1.  প্রথমে gobcbticket.com.bd এই ওয়েবসাইট ঢুকে আপনার পছন্দের ম্যাচ ফিক্সচার এ ক্লিক করুন।
  2. তারপর Buy Tickets Now লেখাতে ক্লিক করুন। টিক ওইসময় আপনাকে লগইন কিংবা রেজিস্টার করতে বলবে। আপনার মোবাইল ফোন নাম্বার এবং ইমেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। মনে রাখবেন ইমেইল ও ফোন নম্বর দুই এড্রেসেই ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ভেরিফিকেশন কোড বসিয়ে একাউন্ট তৈরি সম্পন্ন করুন। 
  3. তারপরে একাউন্ট তৈরি হয়ে গেলে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন। লগইন করা হলে এখন আবার ওই Buy Tickets Now লেখাতে ক্লিক করুন। তখন দেখবেন আপনাকে গ্যালারি বেছে নেওয়ার জন্য বলবে। ড্রপ ডাউন মেনু থেকে আপনার পছন্দমত গ্যালারি বেছে নিয়ে আপনাকে পরবর্তীতে পেমেন্ট করার জন্য আরেকটি পেজে নিয়ে যাবে।

স্টেডিয়ামের বিভিন্ন গ্যালারির ভিন্ন ভিন্ন টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে তবে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত বিপিএল ২০২৬ আসরের টিকিটের দাম পড়বে।

এর জন্য Confirm and Make Payment এ ক্লিক করুন। আপনি বিকাশ, নগদ, কার্ড কিংবা আপনার পছন্দমত পেমেন্ট অপশনের মাধ্যমে  পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। 

মনে রাখবেন একসাথে আপনি সর্বোচ্চ (৪) টিকেট কাটতে পারবেন। আপনাকে প্রত্যেকের নাম এবং ফোন নাম্বার দিতে হবে। 

 অ্যাপ এর মাধ্যমে

অ্যাপের মাধ্যমে বিপিএল ২০২৬ টিকেট কাটতে হলে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে Go BCB Ticket অ্যাপটি ইনস্টল করে নিতে হবে।


অ্যাপটি ইন্সটল করা হয়ে গেলে আপনি পূর্বের মত একই প্রক্রিয়া অবলম্বন করে টিকেট কাটা সম্পন্ন করতে পারবেন। তবে অ্যাপের বৈশিষ্ট্য হল ভবিষ্যতে আপনার কোনো বিপিএল কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ দেখার পরিকল্পনা থাকে তাহলে আপনি সহজ উপায়ে টিকিট কাটতে পারবেন এক্ষেত্রে আপনাকে বারবার ওয়েবসাইট  ভিজিট করতে হবে না।

টিকিটের মূল্য:

  • Grand Stand (Upper East): BDT 2,000
  • Grand Stand (Upper West): BDT 2,000
  • Grand Stand (Lower East): BDT 2,000
  • Grand Stand (Lower West): BDT 2,000
  • Club House (Upper): BDT 500
  • Shaheed Abu Sayed Stand: BDT 250
  • Shaheed Turab Stand: BDT 200
  • Green Gallery / Green Hill Area: BDT 200
  • Club House (Zero Waste Zone): BDT 600

#BPL #BPL2026 #BCB #Cricket #T20 #Bangladesh

Shawon Ahmed

I created this site to guide you with simple, trustworthy reviews on the latest gadgets and trends.

নিচে আপনার মতামত বা মন্তব্য লিখুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال