প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড অনলাইনে https://admit.dpe.gov.bd/applicant/login এই ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।
নভেম্বর মাসে শুরু হওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ এর অ্যাপ্লিকেশন গত শুক্রবার ২৬ ডিসেম্বরে বন্ধ হয়। ঠিক তার পরের দিন ২৭ ডিসেম্বর শনিবার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে আবেদনকারীকে অনলাইন থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করার জন্য সবার মোবাইল ফোনে মেসেজ পাঠায়। অনেকে হয়তো মেসেজটি পেয়েছেন আবার অনেকে হয়তো পাননি।
![]() |
| অনেক পরীক্ষায় ব্যবহৃত একটি সাধারণ OMR শিট (Image by Unsplash.com) |
তবে অনলাইনে https://admit.dpe.gov.bd/applicant/login এই ওয়েবসাইটের মাধ্যমে দুটি পদ্ধতি অবলম্বন করে আপনি লিখিত পরীক্ষার এডমিট কার্ড টি সংগ্রহ করতে পারবেন।
প্রথম পদ্ধতি হচ্ছে আপনি যদি পূর্বে কোন একাউন্ট করে থাকেন তাহলে Username ও Password ইনপুট দিয়ে সহজে এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন।
দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনার এসএসসি রোল নাম্বার, বোর্ড, ও পাশের সন ইনপুট দিয়ে কার্ডটি ডাউনলোড করা। তবে মনে রাখবেন এডমিট কার্ডটি অবশ্যই রঙ্গিন প্রিন্ট করে আপনার সাথে আইডি কার্ড (NID/স্মার্টকার্ড) নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। যারা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আবেদন করেছেন তারা আইডি কার্ডের পরিবর্তে জন্ম নিবন্ধন কার্ডটিও নিতে পারবেন। পরীক্ষার হলে কোন ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম বহন করা যাবে না।
সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি আগামী ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে আবেদনকারীর নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। এই বছর সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৩৮৫ জন কে নিয়োগ দেয়া হবে। কিন্তু এর বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী। যার ফলে প্রতি একটি সিটের জন্য আবেদনকারী কে লড়তে হবে প্রায় ৭৫ জন ক্যান্ডিডেটের সাথে।
#primary admit card download 2025 #assistant teacher admit card download
ট্যাগ
অনলাইন হেল্প
